~
দরজা হচ্ছে- দ্বার, দুয়ার, কপাট, দোর, ধনুক, ঘাট, নৌকা, পথ।

নয় দরজা হচ্ছে- নয়দ্বার, নয়দুয়ার। আত্মদর্শনে নয়দরজা হচ্ছে দেহের নয়টি দ্বার।

১.চোখ ২.কান ৩.নাক ৪.মুখ ৫.মলদ্বার ৬.জলদ্বার ৭.শুক্রদ্বার ৮.রজদ্বার ও ৯.সাঁইদ্বার।
~
আত্মতত্বের বাণীতে নয় দরজার ব্যবহার-
১. আছে সত্যমানুষ বর্তমান, নয়দরজায় বিতংস বান, ধরা পড়বে সাঁই দয়াবান, ধড়ে পাবি ব্রহ্মাণ্ডের খবর।
২. আটকুঠরি নয়দরজা আঁটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার ওপরে সদরকোঠা, আয়নামহল তায়।
৩. কিবারে পিঞ্জিরার ধ্বজা, নিচে ওপর নয়দরজা, কুঠরি ঘরে ঘরে।
~~

কুঠরি মানে- কুঠুরি, খোপ, খুপরি, কক্ষ, প্রকোষ্ঠ, ঘর বা ছোট ঘর।
~
আটকুঠরি হচ্ছে- আটটি ঘর, আটটি কক্ষ, অষ্টাংগ, অষ্টসখী। সাধশাস্ত্রে আটকুঠরি হচ্ছে-

১.গুরু, ২.জ্ঞান, ৩.মন, ৪.নয়ন, ৫.শ্বাস, ৬.পদ, ৭.কানাই ও ৮.বলাই এই অষ্টাংগ।

আত্মতত্বের বাণীতে আটকুঠরির ব্যবহার-
১. আটকুঠরি নয়দরজা আঁটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার ওপরে সদরকোঠা, আয়নামহল তায়।
২. ঘরের আটকুঠরি নয়দরজা, আঠারোমুক্বাম চৌদ্দপোয়া, দুইখুঁটিতে পাড়া সুসারা।
৩. ছিদ্রকুম্ভে জল আনতে যায়, তাতে জল কী মতে রয়, আসতে যেতে হয় গো দেরী, পিপাসায় প্রাণ যায়, আটকুঠরি নবদ্বারে কপাট দিতে হয়, লালন বলে মনের ভুলে, দেহের খবর নিলে না।

লেখক: সালাম শাঁই, কাদরিয়া।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here