বিভাগের সম্পাদক

তৎকালীন পূর্ব-পাকিস্তানের আহলে সুন্নত ওয়াল জামায়াতের আমীর, চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী থানার অধিবাসী হযরতুল আল্লামা আলহাজ্ব গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে-বাংলা আল-কাদেরী, খলিফায়ে হযরত আলহাজ্ব আল্লামা মুজাহিদে আজম সৈয়দ মুহাম্মদ আব্দুল হামিদ আল বােগদাদী জিলানী হাছানী হােছাইনী আজহারী আলাইহে রহমতহু রব্বুহুল বারী, বাংলাদেশ -চট্টগ্রাম শরীফ, তাঁর রচিত “দেওয়ানে আজিজ” নামক ফার্সী ভাষার কিতাবের ৯৯ পৃষ্ঠায় হযরত গাওছে হাওলা (রঃ) সাহেবের শানে যেভাবে উপাধি সম্মান প্রদর্শন করেছেন, সেই কছিদার নকল ও অনুবাদ নিম্নে প্রদত্ত হলাে ।

কছিদা শরীফের’ – বঙ্গানুবাদ ঃ “উপাধি”

উচ্চারণঃ দরমদহে পেশােয়ায়ে আলেমঁা, মুক্তাদায়ে ছালেকাঁ, মাহবুবে আওলীয়া, মরজায়ে খাওয়াচ্ছে ওয়া আওয়াম, মশহুরে দৌরাঁ মুরশিদে জমাঁ, মা’দনে কশফো কারামত, ছাহেবে কাম্মালাত, হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল কুদ্দুছ সাহেব, বাসিন্দায়ে হাওলা, বােয়ালখালী, চাটগামী (রঃ)।

ফার্সী ভাষার রাওয়ায়েত

কৃছিদা শরীফ ঃ

(১) বাহারে মৌলানা বদানী দে, হাজারাঁ মারহাবা আব্দে কুদ্দুছ আছতে নামশ্ এয়াস্ গারে আওলীয়া।

(২) মা’দনে কশফু কারামত বুদে মশহুরে জমাঁ চদ হাজারাঁ আজ মুরিদানশ্ বইয়াবি সর জাহাঁ ।

(৩) আন্দরে আঁ হাওলা বদানী রওজায়ে পুরনুরেউ মরদেমাঁ পুর ফয়েজ বাশদ দায়েমান আজ

(৪) তুরবতমরা বাগে জান্নাত চাজে আয় রবের জাহাঁ ইছতাজিব ইয়ার রব তোফাইলে ছরওয়ারে পয়গাম্বরা (দঃ)।

(৫) নামে লাজেম পর বরাহী শেরে বাঙ্গালা ফেদাঁ মুনকেরাঁ আওলীয়া বা ছাইফে বুররা বেগুমাঁ।

বাংলা অনুবাদ-

প্রশংসার মধ্যে আলেমবৃন্দের প্রধান, ভ্রমনকারীর (ভক্তগণেৱ) পথ-প্রদর্শক মহাপুরুষ ও খােদার প্রিয়জনদের বন্ধু, বিশেষ প্রিয়জন ও সাধারণ জনমানবের আশ্রয়স্থল, সেই যুগের খ্যাতনামা আধ্যাত্মিক গুরু; স্বর্গীয় প্রেরণার গুপ্ত জ্ঞানের খনি, কারামত বা অসাধারণ শক্তি সম্পূর্ণতার মালিক হযৱত মৌলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল কুদ্দুছ সাহেব, বাসস্থান হাওলা, বােয়ালখালী, চট্টগ্রামী (রঃ)।

কছিদা শরীফ ঃ

(১) মাওলানার জন্য লক্ষ লক্ষ মারহাবা, আপনি জেনে নিন তাঁর নাম হযরত মাওলানা আব্দুল কুদুছ (রঃ) সাহেব, যিনি আওলীয়াগণের স্মারক।

(২) তিনি সেইকালের প্রসিদ্ধ অলৌকিক কারামত ও গুপ্ত জ্ঞানের প্রকাশ্য খনি ছিলেন। তাঁর লক্ষ

লক্ষ লোক মুরীদ বা ভক্তবৃন্দ আপনি এ পৃথিবীর মধ্যে পাবেন।

(৩) আপনি অবগত হন। পূর্ণ নুরে আচ্ছাদিত হাওলা তাঁর রওজা শরীফ, সর্বদা মানবগণ সেই

আধ্যাত্মিক জগতের বাদশা থেকে পূর্ণ ফয়েজ লাভ করছেন ও করতে থাকবেন।

(৪) হে বিশ্বজগতের পতিপালক। তাঁর রওজা শরীফকে জান্নাতের বাগান বানায়ে দাও,

হে প্রভু ! সমস্ত পয়গম্বরগণের সর্দারের উছিলায় আমার প্রার্থনা গ্রহণ করুন।

(৫) আপনি যদি উক্ত কছিদা লিখকের (ব্যাপারে) অবগত হতে চান, শেরে বাংলা খ্যাত নাম জেনে রাখেন। তিনি আওলীয়াগণেৱ (শত্রুর জন্য) বা অস্বীকারকারীর জন্য সর্বদা ধারালাে তলোয়ার (সরূপ)।

সূত্র- হযরত গাউসুল আজম হাওলাপুরী ও ত্বরিকত শিখা- পৃষ্ঠা-১১৪

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here