নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও বীর মুুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দরবারে গাউছে হাওলার পক্ষে হযরত শিবলী মঞ্জিল।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংসদ মঈন উদ্দিন খান বাদল এমপি মারা যান ।