নিজস্ব প্রতিবেদক : বােয়ালখালীতে জাফর আহমদ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের খরণদ্বীপ কেরাণি বাজারের পশ্চিমে বাদশার বাড়ির বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জাফর আহমদ একই এলাকার মৃত শরিয়ত খাঁ ছেলে। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জনক।
স্থানীয়রা জানান, নিহত প্রবাসী জাফর আহমদ প্রায় ৫ বছর আগে থেকে দেশে চলে আসেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের পার্শ্ববর্তী বাগানে গাছের সাথে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
থানার উপ-পরিদর্শক আবু কাউসার বলেন, গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলন্ত ছিলো জাফর আহমদের লাশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোয় হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।