বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গোলকেশ্বরী কালী মায়ের মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথির আলোকে তিনদিনব্যাপী মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় মহোৎসব উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

সত্যজিৎ সেন বাবুন ও অরিত্র দত্ত অভ্রর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, রণজিৎ কুমার বিশ্বাস, শিবাশীষ সেন, অনিল দত্ত টাবু, সুমন মহাজন বাবু, টিটু চৌধুরী ও পলাশ মহাজন।

বক্তারা শাল্লায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোনো ধর্মই উগ্রতাকে প্রশ্রয় দেয়নি অথচ অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক হামলা চলমান রয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা যাচ্ছে না বলেই এর ব্যাপকতা দিনদিন বেড়েই চলেছে।’

ধর্মসভা শেষে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের শুভ অধিবাসের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী মহোৎসবের সূচনা ঘটে। আগামী মঙ্গলবার ভোরে এ মহোৎসবের সমাপ্তি ঘটবে। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here