উপজেলার ঐহিত্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের অনুমোদিত মোতাওয়াল্লী কমিটির কার্যকারিতা স্থগিত করেছেন ওয়াকফ প্রশাসন।
গত ২১ ডিসেম্বর ওয়াকফ প্রশাসক খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয় গত ১১ সেপ্টেম্বর শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী বিরুদ্ধে মো. শাহাজাহান চৌধুরী একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী লিখিত জবাব দাখিল করেন। যা সন্তোজনক নয় বিধায় এস্টেটটির রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইতিমধ্যে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুমোদিত মোতাওয়াল্লীর কার্যকারিতা আপাতত: স্থগিত এবং একই সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অন্তর্বর্তীকালীন ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৪ ধারা অনুযায়ী অফিসিয়াল মোতাওয়াল্লীর দায়িত্ব প্রদান করা হয়।
এ ব্যাপারে শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী মুঠো ফোনে জানান, ওয়াকফ প্রশাসকের চিঠি এখনো পায়নি। তাই বিস্তারিত বলতে পারছি না।
উল্লেখ্য ২০২১ সালে ১০ নভেম্বর ওয়াক্ফ প্রশাসন মো. নুরুন্নবী চৌধুরীকে মোতাওয়াল্লী করে ৯ সদস্য বিশিষ্ট মোতাওয়াল্লী কমিটির অনুমোদন দিয়েছিলেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here