মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দের সই করা প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রসায়নে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করা প্রদীপ চক্রবর্ত্তী ১৯৮৮ সালে সপ্তম বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। একই বছর কুমিল্লা সরকারি মহিলা কলেজে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, বরিশাল বিএম কলেজ, রাঙামাটি সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, সাতকানিয়া সরকারি কলেজে রসায়নের সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন তিনি।

২০১৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান চট্টগ্রামের আনোয়ারার সন্তান প্রদীপ চক্রবর্ত্তী। ২০১৫ সালে চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান তিনি। সর্বশেষ ২০১৮ সালের এপ্রিলে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

প্রথম নারী হিসেবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়াম্যানের দায়িত্ব পালন করা প্রফেসর শাহেদা ইসলাম গত বছরের ১৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান। এরপর থেকেই চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান এ পদটি খালি ছিলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here