দেবাশীষ বড়ুয়া রাজু

বোয়ালখালীতে কন্যা দিবস উপলক্ষে “শিক্ষা,পুষ্টি নিশ্চিত করি,শিশু বিয়ে বন্ধ করি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশ্ব ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। কথামালা,সংগীত,আবৃত্তিতে সাজানো অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী তৃণা সোম, কবি মিলি দাশ, লোকসংগীত শিল্পী শাশ্বতী ব্যানার্জী, শিক্ষক উবাইদুল হক, দেবী দত্ত, শিক্ষক ও লেখক অমরনাথ চক্রবর্তী, শিক্ষক ও সংগীতশিল্পী লিপি রানী শীল। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।

বক্তারা বলেন মায়েদের সচেতনতা মেয়েদের জন্য শুভদায়ক। কন্যা স্রষ্টার অমূল্য দান।কন্যা ভাগ্যে লক্ষ্মী। মেয়েরা যতবেশী সুশিক্ষায় শিক্ষিত হবে দেশ ততবেশী সমৃদ্ধ হবে। পরিণত বয়সে মেয়েদের বিয়ে হলে মাতৃস্বাস্থ্য ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। মেয়েদের শিক্ষা পুষ্টি যেন নিশ্চিত করতে পারি তা’তে সচেতন থাকতে হবে। মেয়েদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এগিয়ে যেতে হবে উন্নতির চরম সোপানে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here