তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামের প্রতি দায়িত্ববান হতে হবে। কারণ নিজ গ্রামের প্রতি দায়িত্ব পালন না করলে গ্রামের মানুষ অভিমান করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মাণের একটি কথা এখানে এসেছে। আমি বলবো, আপনারা কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ না করে গাছ দিয়ে সীমানা প্রচীর নির্মাণ করুন। এতে পরিবেশ সুন্দর থাকবে।

এলাকার উন্নয়নে সব সময় মানুষের পাশে থাকবেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। মঞ্চে দাঁড়িয়ে দাবির কথা না বলে যেকোনো সময় যেকোনা বিষয়ে আসুন। পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবো।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ইউএনও সায়েদুল আরেফিন প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here