বিভাগের সম্পাদক

“মাইজভাণ্ডারের সাংস্কৃতিক দূত” কবিয়াল রমেশ শীল মূল মাইজভাণ্ডারের পাশাপাশি মাইজভাণ্ডারী স্বনামধন্য খলিফা মাওলানা অছিয়র রহমান চরণদ্বীপির উপরও গান রচনা করেছিলেন। যথাযথ সংগ্রহ এবং সংরক্ষণের অভাবে এর অনেকগুলােই আজ দুষ্প্রাপ্য অথবা দুষ্প্রাপ্য-প্রায়। এহেন অবস্থায় নিবীড় গবেষণায় বিভিন্ন বিচ্ছিন্ন সূত্রে কিছু কিছু উদ্ধার হতে চলেছে। তারই একটি উদাহরণ চরণদ্বীপ দরবার শরিফের প্রকাশনা ‘প্রেম আরতি’ গ্রন্থের শেষাংশে বিশেষ সংযােজনী হিসেবে রমেশ শীলের চারটি গান।।

রমেশ সঙ্গীত

তাল গৌর খেমটা

১নং গান

মন ছেড়ে দে খুটি নাটি,

ভাব চরন্দ্বীপির চরণ দুটি।

আইলি বা কই যাবি বা কই,

ভাবলি বা কই সেই কথাটি ॥

তুমি পরেরে বুঝাইতে পার,

নিজে বুঝবার অনেক ত্রুটি ॥

কাম কামিনীর ঝরণা জলে,

এই দুনিয়ার পিছন মাটী,

(তুই) প্রেমের পথে চলতে হলে,

শক্ত রাখিস্ ভাবের খুঁটি।

ছয় ডাকাত সন্ধানে আছে

অমূল্য ধন নিতে লুটী ॥

হেলায় হেলায় দিন কাটালে,

দিন পাবিনা মাথা খুঁটি ॥

প্রেম খেলা এস্কের মামেলা,

খেলে দেখনা এই খেলাটি ॥

বাবা চরন্দ্বীপি খেলছে খেলা

রমেশ যেন তার খেলার গুটী।

২নং গান

পিরিতী সাধনার মূল ২

দেখি যারে চরন্দ্বীপে প্রেরম পিরিতীর ফুল ॥

পিরিতী অমূল্য নিধি, বুকে রাখব নিরবধি।

কুলের লােক সব হক না বাদী মাওলানা অনুকূল ॥

তেজুক পতি হাসুক সতী, যেনাে সে পিরিতীর রীতি।

কর সই সেই পিরিতী, তার কি জাতি-কুল ॥

পিরিতী তিন অক্ষরে, যে জানে পিরিতী করে।

মরণের আগে মরে, রমেশ কয় নাই ভুল ॥

৩নং গান।

তাল কাছবরা

কেমনে চিনিব তােমায় তুমি প্রেমের মূলাধার।

যে চিনিল মৌলা তােরে দোজাহানে বাদশাই তার।

যে পেয়েছে চিনার দাবী, দোজাহানে তাঁহার খুবী।

তােমায় চিনে ইনুচ নবী, মাছের পেটে পায় নিস্তার ॥

পূৰ্বে যে জন ডাকাত ছিল, তােমায় যখন চিনতে পেল।

শেষ কালে আউলিয়া হল, নেজামউদ্দিন সাক্ষী তার ॥

বা-এজিদ বােস্তামী চিনি, ছেড়ে দিল রাজধানী,

নাছিরাবাদ পাহাড়েতে, আছে দেখ স্মৃতি তাঁর ॥

চরন্দ্বীপির চরণ তলে দামহীন রমেশ বলে,

(তােমায়) চিনন বিনে নাই গতি, দাস কামিনার।

৪নং গান

তাল কাছবরা

প্রেম শিখায়ে বধিনা পরানী (পরাণ বন্ধুরে)

তােমার প্রেম হৃদয়ে ধরি, নগরে বাজারে ফিরি

লােকে দেখলে বলে পাগলিনী। ঐ

আহার দ্ৰিা সুখ যত, সকলি বিষের মত।

বব কত দুঃখের কাহিনী। ঐ

কেহ বলে ভ্রষ্টা নারী, কেহ বলে ব্যভিচারী

কেহ বলে দুষ্টা কলঙ্কিনী। ঐ

মন্দ বলুক যত পারে, তুমি একটু চাইলে ফিরে

এ জীবন সাফল্য বলে মানী। ঐ

রমেশ বলে মনে ভাবী, চরদ্বীপির চরণতরি

যাঁর আদরে আমি আদরনী ॥ ঐ

সূত্র- রমেশশীলঃ মাইজভাণ্ডারী গান সমগ্র

আরো পড়ুন

কবিয়াল রমেশ শীল

কবিয়াল রমেশ শীলের দু’টিপত্র ও দেহত্যাগ সম্পর্কিত ঐতিহাসিক কিছু তথ্য

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here