চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়ে হুঁশিয়ারি করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্য স্মারক। সিআরবিতে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈভব হানি করে হাসপাতাল তো নয়ই, ইট-পাথরের কোনও স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।’

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্র ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য সিআরবিতে বেসরকারি হাসপাতাল স্থাপনা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন না করার দাবিতে নাগরিক সমাজ চট্টগ্রামের ব্যানারে মেয়রকে স্মারকলিটি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ শেষে মেয়র এসব কথা বলেন।

এ সময় মেয়র ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের বিষয়ে বলেন, ‘চট্টগ্রামের নানা জায়গায় ইতিহাস-ঐতিহ্যের অনেক হীরকখণ্ড ছড়িয়ে আছে। এখানে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী সশস্ত্র লড়াইয়ে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী কর্মকাণ্ড, ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধসহ অনেক কালজয়ী ঘটনা সংঘটিত হয়েছিল। এই গৌরবদীপ্ত ঐতিহ্যের স্থানগুলো শনাক্ত করে রক্ষণাবেক্ষণ করা হবে নতুন প্রজন্মের ইতিহাস অন্বেষণ ও জ্ঞানচক্ষু উন্মীলনের স্বার্থেই।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-দরদী। তিনি ঐতিহ্য সচেতন ও প্রকৃতিপ্রেমী। এজন্য তিনি সারা বিশ্বে প্রশংসিত ও বরেণ্য হিসেবে স্বীকৃত। আমরা কিছুতেই তার এই অনন্য স্বীকৃতিকে ম্লান হতে দেবো না। আমরা জানি, একটি অশুভ চক্র আজ নানাভাবে সরকার ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর। সিআরবিতে হাসপাতাল নির্মাণ সেই অশুভ অপতৎপরতারই অংশ।’

তিনি অন্য স্থানে হাসপাতাল নির্মাণ করার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা হাসপাতাল চাই। তবে তা সিআরবিতে কোনওভাবেই নয়। হাসপাতালের জন্য সিআরবি ছাড়া আরও অনেক বড় পরিসরের স্থান রয়েছে। চসিকেরও আছে। চাইলে আমরা হাসপাতালের জায়গা দেবো। কিন্তু তার আগেই আমরা নিশ্চয়তা চাই, সিআরবিতে কোনও হাসপাতাল হবে না। তবে এটাও ঠিক, হাসপাতাল হতে হবে সাধারণ মানুষের সেবার জন্য, বিত্তবানদের জন্য নয়।’

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ডা. একিউএম সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব রাশেদ হাসান, প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here