ভগবান শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূর পুচ্ছ পরিধান করেন-

ভগবান শ্রীকৃষ্ণের রঙ সবার কাছে মনোরম। গাঢ় কোনো বর্ণ খুবসুন্দর। তাঁর লাল ঠোঁটে লেগে আছে সুন্দর দুষ্টু বাঁকা হাসি। উনার মুখের চারপাশে আছে গভীর কালো কোঁকড়ানো কেশের বাহার।

একদিন মনোরম পরিবেশে শ্রীকৃষ্ণ এবং কিছু রাখাল দুপুরে জঙ্গলে ঘুমাচ্ছিল। কৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে এই পরিবেশে মনমতো বাঁশি বাজাচ্ছিল। উনার এই মনোরম বাঁশির সুরে সব প্রাণি আনন্দে নাচতে লাগল। এই সমস্ত প্রাণির মধ্যে একদল ময়ূর ছিল। তাদের মধ্যে কিছুসুরে মুগ্ধ-বিভোর হয়ে অজ্ঞান হয়ে গেল। বাঁশি বাজানো যখন বন্ধ হয়, তখন একদল ময়ূর কৃষ্ণের দিকে এগিয়ে আসে। তাদের থেকে কিছু পেখম ঝরে পড়ে। সেগুলো তাকে গুরুদক্ষিণা হিসেবে দেওয়া হয়। পেখমগুলো সেস্বীকার করে আনন্দে মাথায় তুলে তার মুকুটে পরিধান করেন। তিনি বলেন, তিনি আর কোনোদিন তার মাথার থেকে সেটি খুলবেন না। কোনো প্রাণির পালক সেই স্থানে গ্রহণ করতে দেবেন না। সেই পেখমে সব ধরনের রঙ বর্ণিত আছে এবং শ্রীকৃষ্ণ এই পেখম পরে সব ধরনের রঙ পরিধান করেছেন। এটিই শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছ কাহিনী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here