অনলাইন ডেস্ক : বোয়ালখালীতে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুন শনিবার দিনব্যাপী বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্ত্তী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার লতিকা রতœম মান্নার সঞ্চালনায় মূলপ্রবন্ধ পাঠ করেন সহকারি কমিশনার (আইসিটি) ইনামুল হাসান।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন খান ও উপ-পরিদর্শক (তদন্ত) জাবারুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দাশ, নুরুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাইছারুল হক, মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন, হারুন মিয়া, প্রধান শিক্ষক মাইনুল আবেদিন নাজিম, বিশ্বজিত বড়ুয়া, নজির আহমদ, মো. ইলিয়াছ, সাংবাদিক মঞ্জুর আলম, অধীর বড়ুয়া, শাহীনুর কিবরিয়া মাসুদ, এসএম মোদাচ্ছের, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, হোসাইন মাহমুদ, মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, শামশুল আলম, কাজল দে, হামিদুল হক মান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-ধর্মীয়-পেশাজীবি নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here