নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রামে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) উদ্যোগে সৈয়দ দেলাওর হােসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক ২০২১ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চার ক্যাটাগরিতে  ৯গুণী ব্যাক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। এ সময় তিনি মনােনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের মাঝে এ পদক বিতরণ করেন।

শুক্রবার (৩১/১২/২০২১) গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়ােজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। চারটি ক্যাটাগরিতে স্বর্ণপদক বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে-

মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সুফি সংগীতে প্রথম অবদান রাখার জন্য #মাওলানা_সৈয়দ_আমিনুল_হক_হারবাংগিরী কে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ) পদক গ্রহণ করেন সাজ্জাদানশীন মোহাম্মদ মিয়া শাহ হারবাংগিরী পক্ষে ওনার ছোট ছাহেবজাদা
মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সুফি সংগীতে প্রথম অবদান রাখার জন্য বোয়ালখালীর মাওলানা_সৈয়দ_আমিনুল_হক_হারবাংগিরী কে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ) পদক গ্রহণ করেন সাজ্জাদানশীন মোহাম্মদ মিয়া শাহ হারবাংগিরী পক্ষে ওনার ছোট ছাহেবজাদা

‘ক’ ক্যাটাগরিতে সুফিচর্চা/গবেষণায় মাওলানা শাহ সুফি মুফতি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী (মরণােত্তর), মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ ভূঁইয়া (মরণােত্তর) ও মাওলানা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (মরণােত্তর)।

মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সুফি সংগীতে প্রথম অবদান রাখার জন্য মাইজভাণ্ডারী সাংস্কৃতিক দূত কবিয়াল সম্রাট রমেশ শীল কে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ) পদক গ্রহণ করেন রমেশ পরিবারের সদস্যগণ
মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সুফি সংগীতে প্রথম অবদান রাখার জন্য মাইজভাণ্ডারী সাংস্কৃতিক দূত কবিয়াল সম্রাট রমেশ শীল কে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মন্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ) পদক গ্রহণ করেন রমেশ পরিবারের সদস্যগণ

‘খ’ ক্যাটাগরিতে মাইজভাণ্ডারী সুফি সংগীতে মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি বজলুল করিম মন্দাকিনী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (মরণােত্তর) ও কবিয়াল রমেশ শীল (মরণােত্তর)।

‘গ’ ফোকলাের বা লােক সংস্কৃতিতে ড. আমিনুর রহমান সুলতান।

মানব সেবায় অবদান রাখার জন্য শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টকে "সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক) স্বর্ণপদক" প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ)। স্বর্ণপদক গ্রহণ করছেন ট্রাস্ট ও গাউসিয়া হক মনজিলের কর্মকর্তাবৃন্দ।
মানব সেবায় অবদান রাখার জন্য শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টকে “সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক) স্বর্ণপদক” প্রদান করছেন মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউসিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ও নায়েবে সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মঃ)। স্বর্ণপদক গ্রহণ করছেন ট্রাস্ট ও গাউসিয়া হক মনজিলের কর্মকর্তাবৃন্দ।

‘ঘ’ ক্যাটাগরিতে মানবতার সেবায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। অনুষ্ঠানে সুফিচর্চা ও প্রসারে সকলের সম্মিলিত অংশগ্রহণের উপর গুরুত্বারােপ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here