নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) উদ্যোগে সৈয়দ দেলাওর হােসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক ২০২১ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চার ক্যাটাগরিতে ৯গুণী ব্যাক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। এ সময় তিনি মনােনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের মাঝে এ পদক বিতরণ করেন।
শুক্রবার (৩১/১২/২০২১) গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়ােজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। চারটি ক্যাটাগরিতে স্বর্ণপদক বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে-

‘ক’ ক্যাটাগরিতে সুফিচর্চা/গবেষণায় মাওলানা শাহ সুফি মুফতি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী (মরণােত্তর), মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ ভূঁইয়া (মরণােত্তর) ও মাওলানা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (মরণােত্তর)।

‘খ’ ক্যাটাগরিতে মাইজভাণ্ডারী সুফি সংগীতে মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি বজলুল করিম মন্দাকিনী (মরণােত্তর), মাওলানা শাহ সুফি সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (মরণােত্তর) ও কবিয়াল রমেশ শীল (মরণােত্তর)।
‘গ’ ফোকলাের বা লােক সংস্কৃতিতে ড. আমিনুর রহমান সুলতান।

‘ঘ’ ক্যাটাগরিতে মানবতার সেবায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। অনুষ্ঠানে সুফিচর্চা ও প্রসারে সকলের সম্মিলিত অংশগ্রহণের উপর গুরুত্বারােপ করা হয়।