প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, রাজধানীর টোলারবাগে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে মনে করছে আইইডিসিআর।
তিনি আরও জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭ জন।
এর আগে গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। দেশের মাটিতে এটিই ছিল করোনায় প্রথম মৃত্যু।
এর পর ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৩ মার্চ করোনা ভাইরাসে দেশে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় আইইডিসিআর। ওই দিন বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এদিকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৯১৩ জনে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯ হাজার ১৪৩ জন।
এ মুহূর্তে ভাইরাসটিতে আক্রান্ত অবস্থায় আছেন ২ লাখ ৯৪ হাজার ৮৬৫ জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৩ হাজার ৯৫ জন। বাকি ২ লাখ ৮১ হাজার ৭৭০ জনের অবস্থা কিছুটা ভালো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৫ শতাংশের।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here