বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের ধার্মিক উপাসক প্রয়াত যতিন্দ্র বড়ুয়ার কনিষ্ট সন্তান আদেশ বড়ুয়া ( ৪৮) বুধবার ২৩ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার সময় নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকুরী করতেন।
আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যানুষ্টান নিজ বাড়িতে অনুষ্টিত হয়। প্রয়াত আদেশ বড়ুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করে অনিত্য দেশনা করেন, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং স্মৃতিচারণ করেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রয়াতের অনিত্য সভা শেষে উপস্থিত সকলের পূণ্যদানের মধ্য দিয়ে তাঁর পারলৌকিক সৎগতি কামনা করে পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।