শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজানের শুভ সংবাদ লাভ করে মুমিন মুসলমান। আর এদিন সন্ধ্যায় রমজানের চাঁদ তালাশের নির্দেশনাও এসেছে হাদিসে। রমজানের চাঁদ দেখার খবর শুনেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতিভরা প্রার্থনা হবে এমন-
اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاً
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা।’ (তাবারানি)
অর্থাৎ হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। জন্য রমজানকে শান্তিময় করে দিন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মুক্ত শান্তিময় রহমত বরকত মাগফেরাত ও নাজাতই চাই তোমারে কাছে হে প্রভু!
চাঁদ দেখা সাপেক্ষেই শুরু হবে রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পড়া সেই দোয়াটিও পড়বে। যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে।
হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)
প্রত্যেক চন্দ্র মাসের শেষ দিন নতুন চাঁদ তালাশ করে চাঁদের সন্ধান পেলে বা দেখলেই এ দোয়াটি পড়বে মুমিন। আর এতে ওই বান্দা আল্লাহর কাছে বিশেষ শান্তি ও নিরপত্তা ও শিরকমুক্ত ঈমান লাভ করবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের খবর শোনা ও চাঁদ দেখার সঙ্গে সঙ্গে উল্লেখিত দোয়া দুইটি পড়ার তাওফিক দান করুন। পুরো রমজানের প্রশান্তি ও নিরাপত্তা দান করুন। আমিন।