নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পর্ষদের সাবেক অর্থ সম্পাদক ও বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আবদুল্ল-আল-মামুনের পিতা মো. শফিউল আলম (সফি মেম্বার) (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)। শুক্রবার রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি বোয়ালখালীর পশ্চিম খরণদ্বীপের ফজল করিমের মেঝ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরের দিন দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব সউম আবদুস সামাদ, ছাত্রসেনার কেন্দ্র্রীয় সভাপতি জিএম শাহদাত হুসাইন মানিক, ইসলামী ফ্রন্ট বোয়ালখালীর সভাপতি স.ম এনামুল হক, সাধারণত সম্পাদক মো. আকতার হোসেন তালুকদার, পৌরসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু নাছের জিলানি, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বোয়ালখালীর সভাপতি অধ্যক্ষ আবদুর রহীম, সাধারণ সম্পাদক কাজী ওবাইদুল হক হক্কানী, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, শেখ মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক সালাউদ্দিন, এম এ জলিল, মওলানা ফকরুউদ্দীন, জাহাঙ্গীর আলম, মামুন উদ্দীন মেম্বার, এম এ মোমেন, নুরুল আজিম সোরত, সুমন ফারুকী, ইসহাক এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here