১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত …
মুজিব তুমি
মুজিব তুমি আমার গর্ব
তুমি আমার চেতনা,
তুমি জাতির শক্তি সাহস
ভুলতে কভু পারি না।
তুমি আছো হৃদয় জুড়ে
তুমি আছো অন্দরে,
তোমার সেই বজ্রকন্ঠ
বাজে সদাই অন্তরে।
কে বলেছে মুজিব তুমি
হারিয়ে গেছো দূরে,
তুমি আছো মনে প্রাণে
গানে কথায় সুরে।