নিজস্ব প্রতিবেদক:

আসন্ন চট্টগ্রামের বোয়ালখালী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মো. শফিউল আলম, মনছুর আলম পাপ্পী, সাবেক চেয়ারম্যান এম এ ঈছা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম মুরাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম (জহুর), উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল আলম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা।

আজ শনিবার (১৩ মার্চ) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে মনোনীত করা হয়।

দলীয় মনোনয়ন পেয়ে জহুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here