অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আতঙ্কগ্রস্ত হয়ে বাড়তি কেনাকাটা ও মজুদ করা থেকে বিরত থাকুন। এভাবে বাড়তি কেনাকাটা করে দাম বাড়িয়ে ফেলা গর্হিত কাজ।’

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আতঙ্কের কিছু নেই। আমি অর্থমন্ত্রী, অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এছাড়া আমাদের যে রিজার্ভ আছে তাতে এক বছরের খাদ্য আমরা কিনতে পারব।’

বিদেশ ফেরত বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তাদের বলব এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। আপনি নিজেও সংক্রমিত হবেন, পরিবার সদস্যদের সংক্রমিত করবেন। অন্য আরও ১০ জনও আক্রান্ত হবে। তাই সচেতন হোন।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here