নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ডাকাতি মামলায় দুই বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামী শাহনেওয়াজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইকবাল মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শাহনেওয়াজকে গ্রেফতার করেন।
শাহনেওয়াজ উপজেলার পশ্চিম চরণদ্বীপ গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ফারুকী জানান, ২০১৩ সালের এপ্রিল মাসে উপজেলার চরণদ্বীপ হারবাংগিরি মাজার এলাকায় সংঘটিত একটি ডাকাতি মামলার আসামী শাহনেওয়াজ। চলতি সেপ্টেম্বর মাসের ৫ তারিখে আদালত রায় ঘোষণা করেন। রায়ে শাহনেওয়াজকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
গ্রেফতারকৃত শাহনেওয়াজকে আগামীকাল রবিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।