নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গোমদণ্ডী ফুলতল বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিকি করায় ফুলতল বাজারের ৪ বিক্রেতাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অহেতুক মোটর সাইকেল চালিয়ে ঘোরাফেরা করায় তিন আরোহীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং ও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা তৈরি করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন ১৮ বীর ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে সেনা সদস্যরা এবং বোয়ালখালী পুলিশ।