প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি।

নির্বাচন কমিশনারদের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক পরবর্তী এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সিইসি এসব কথা বলেন।

ভোট গ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি।’

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি নুরুল হুদা বলেন, ‘কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।’

ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের নেতারা আপনার পদত্যাগ দাবি করেছে। আপনি পদত্যাগ করবেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘না।’

এর আগে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে বৈঠকের ২০ মিনিট পর বৈঠক শেষে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তার কাছে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

ওই বৈঠকে মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে কবিতা খানম বলেন, ‘সিটি নির্বাচনের সার্বিক দিক দিকে আলোচনা করতেই সিইসির সঙ্গে বৈঠকে বসেছি।’ চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here