নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দঁগাও-পাঁচলাইশ আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এলাকার জনগণের দাবি আদায়ে লড়বো। জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম। এখন সুযোগ পেলে এলাকার উন্নয়নের জন্য লড়বো।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মীরপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মোছলেম উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট নতুন সেতু। সেই প্রাণের দাবি দৃশ্যমাণ করাটাই হবে প্রথম চ্যালেঞ্জ।
পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর। মীরপাড়ায় নৌকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মোছলেম উদ্দিন আহমেদ।