আমাদের গ্রামীণ জনপদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের দারিদ্র, প্রাকৃতিক দূষন, বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাষণ, স্বাস্থ্য সচেতনমূলক শিক্ষার অভাব, প্রয়োজনীয় খেলাধুলা ও বিনোদনের অভাব এবং সর্বোপরি নিয়মিত পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অভাবে একদিকে যেমন বিদ্যার্জনে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে মেধার বিকাশ হচ্ছে বাধাগ্রস্থ। ফলে একটি সুন্দর স্বাস্থ্যবান মেধাবী মানব-সম্পদ গঠিত হওয়া দূরহ হয়ে পরছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একার পক্ষে এই সমস্যা মোকাবেলা সম্ভব হচ্ছে না বিধায় এই স্বাস্থ্য সেবা সংগঠন ২০০৭ সাল থেকে বিনামূল্যে স্ব-অর্থায়নে বিভিন্ন স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে আসছে। সাথে সাথে শিক্ষার্থীদের পরিবার পরিজনকে বিনামূল্যে যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে আসছে।
২৪ ফেব্রুয়ারী ২০২০ তারিখে ‘গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা’র কর্মকর্তারা চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি’র সাথে সংগঠনের চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আশীষ কুমার চৌধুরী এ তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এডভোকেট বাসন্তী প্রভা পালিত, জেনারেল সেক্রেটারী মো. তাজুল ইসলাম রাজু প্রমুখ।
ডা. সেখ ফজলে রাব্বি সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের পরিকল্পিত গ্রামীণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা একটি সুঠাম মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন এবং এর কর্ম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন। পরে সিভিল সার্জনকে সংগঠনের পক্ষ থেকে ফুল এবং মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here