ফিচার ডেস্ক : বিভাগের সম্পাদক:
• ১৯১৩ – বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন তিনি। কিশোর বয়সে কবিতা লিখতে শুরু করেন। তার লেখা পাঁচশো গান দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কাব্যগ্রন্থগুলোর মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। এছাড়াও তার রচিত বিখ্যাত নাটকগুলোর মধ্যে একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রানা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি উল্লেখযোগ্য।
• ১৯৫৮ – বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী। নৃত্যশিল্পের বাইরেও লেখক হিসেবে তার খ্যাতি ছিলো। ১৯৪২ সালে তার উপন্যাস প্রাচী প্রকাশিত হয়। বুলবুলের লেখা ছোটগল্প অনির্বাণ রুশ ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য লেখার মধ্যে রয়েছে – আরাকান ট্রাংক রোড ও পাদপ্রদীপ।
তথ্যসূত্র: ইন্টারনেট।
এবি/টিআর