নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। মূখ্য আলোচক ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম।

এসময় বক্তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে অগ্রনী ভুমিকা পালন করতে পারে যুবকরাই। দেশের উন্নয়ন সংগ্রামে যুবদের ভুমিকা ছিল অগ্রগণ্য। আত্মসামাজিক উন্নয়নে আরো গতিশীল হয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুন।

উপস্থিত ছিলেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দীন, মো. আতিক ও উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুলসহ প্রশিক্ষণার্থীরা।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here