নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে আকিব( ২) নামের এক দুধের শিশু। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

শুক্রবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকিব ওই গ্রামের শামশুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, আকিবকে নিয়ে তার বাবা-মা বাড়ির পাশে ওরশ থেকে ফিরছিলেন। পথে তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। তার বাবাও আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, করলডেঙ্গা পাহাড় থেকে গত (শুক্রবার) রাতে হাতিটি লোকালয়ে এসেছে। সেটি এ মুহূর্তে করলডেঙ্গায় বু’আলী কালন্দর শাহ মাজারের পাশে লুধি সিকদার পাড়ায় অবস্থান করছে।

তবে একসঙ্গে কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্যগুলো আবারও পাহাড়ে ফিরে গেছে বলে ধারণা স্থানীয়দের।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here