নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীর আহলা দরবার শরীফে রমজান শীর্ষক সেমিনার, ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছ।

৩১মে শুক্রবার দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়্যদ এমদাদুল ইসলাম (ম.)’র সভাপতিত্বে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটির ব্যবস্থাপনায় দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শাহজাদা সৈয়্যদ মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (ডিআইজি অফিস) সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( পটিয়া সার্কেল) জসীমউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, কাজী মঈনুউদ্দীন ফারুক, আবচার উদ্দীন, সাংবাদিক তাজুল ইসলাম রাজু, মওলানা ইলিয়াছ আমেরী, ফরিদুল আলম জামি। আরো উপস্থিত ছিলেন আবুল বশর, কাজী খোকন মেম্বার, রেজাউল করিম, মো. দিদারুল ইসলাম, ইউনুস মিয়া সহ আলেম ওলামা, রাজনীতিবিদ, তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটির বোয়ালখালীর বিভিন্ন শাখার আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান মানবিকতার শিক্ষা দেয়, মুসলিমদের চরিত্র উন্নত করতে ভূমিকা রাখে। আমাদেরকে নবী রাসূল ও খোলাফায়ে রাশেদিনদের এবং আউলিয়াদের প্রদর্শিত পথ অনুসরণ করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here