গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা’র
প্রকল্প হতে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৫হাজার চারা বিতরন

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের দারিদ্র্য, প্রাকৃতিক দূষণ, বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাষণ, স্বাস্থ্য সচেতনমূলক শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের অভাব এবং সর্বোপরি পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অপ্রতুলতায় শিক্ষার্থীদের একদিকে যেমন বিদ্যার্জনে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে মেধার বিকাশ হচ্ছে বাধাগ্রস্থ। ফলে দেশে একটি সুন্দর স্বাস্থ্যবান মেধাবী মানব-সম্পদ গঠন দূরহ হয়ে পরছে। সরকারী কার্যক্রমের পাশাপাশি ‘গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা’ সংগঠন ২০০৭ সাল থেকে বিনামূল্যে স্ব-অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে আসছে। সাথে শিক্ষার্থীদের পরিবার-পরিজনকেও বিনামূল্যে যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে আসছে যার সুফল প্রতীয়মান।
সম্প্রতি জাতীয় বৃক্ষরোপন কমসুচির আওতায় এ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ঔষধি গাছের প্রায় ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। এসব চারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আশীষ কুমার চৌধুরীর ব্যক্তিগত অনুদান ও জেনারেল সেক্রেটারী মো. তাজুল ইসলাম রাজু সহযোগীতায় বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ উদ্যেগি শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে সহযোগীতা করেন স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের সদস্যরা, কধুরখীল মিলন মন্দির সেচ্ছাসেবক টিম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here