বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক প্রদীপ কুমার শীল ও সাংবাদিক রনজিত কুমার শীলের গর্বিত পিতা শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হচ্ছে-চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ ও কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বিসহ টিম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ কার্যালয়ের সকল চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সীতাকৃÐ শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনসহ নেতৃবৃন্দ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দির পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ, বাংলাদেশ চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ, দৈনিক খবর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আহমাদুর রহমান শাওন ও কর্মরত সাংবাদিকবৃন্দ, জামালখান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খানসহ মহানগরীর অধীন সকল থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বোয়ালখালীস্থ শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরীসহ পরিষদের নেতৃবৃন্দ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলম বাবরসহ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেলসহ সস্তান কমান্ডের নেতৃবৃন্দ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, স্যার আশুতোষ সরকারী কলেজ প্রাক্তন রোভার এসোসিয়েশন, স্যার আশুতোষ সরকারী কলেজ রোভার স্কাউটস গ্রæপ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি- নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, ব্যবসায়ী অনিল শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here