চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রোগীদের সাথে ভাল আচরণ করা একজন চিকিৎসকের আসল গুণ। রোগীরাই চিকিৎসকের বড় প্রচারক। একথাটি চিকিৎসকদেরকে অনুধাবন করতে হবে। ইন্টার্নশিপ একজন চিকিৎসকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। ইন্টার্নশিপের মাধ্যমেই একজন চিকিৎসকের পেশাগত জীবন শুরুহয়। অনেকেই ইন্টার্নশিপকে অবহেলা করে কিন্তু মনে রাখতে হবে, ইন্টার্নশিপ হচ্ছে ব্যবহারিক শিক্ষার সময়কাল। গত ৯ নভেম্বর নগরীর একটি কমিউনিটি হলে চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন (২০২১-২২)’র উদ্যোগে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্টপোষকতায় ইন্টার্ন ডক্টর বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাউদার্ন মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সভাপতি ডা. শামীম সাফকাত খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ডা. তামজিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, অধ্যাপক ডা. এ কে আজাদ, অধ্যাপক ডা. কল্যান বড়ুয়া, অধ্যাপক ডা. নাসিমা আকতার, অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. আবুসাদাত মো. সাইফউদ্দিন, ডা. আদনানবাছা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার সুরঞ্জিত বৈদ্য, রিজিওনাল সেলস ম্যানেজার সায়েম মুন্সী, আনিসুর রহমান, এরিয়া ম্যানেজার আবদুল মালেক, জসিম উদ্দিন, মোশারফ হোসাইন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here