নিজস্ব প্রতিবেদক: ‘কর্ণফুলীতে অবিলম্বে রেলসহ সড়ক সেতু নির্মাণ করতে হবে। জনগণ আর তামাশা দেখতে চায় না। উন্নয়নের নামে জনগণের অর্থ নস্ট না করে কালুরঘাটে অবিলম্বে সড়কসহ রেল সেতু নির্মাণ করে মানুষকে কস্ট থেকে মুক্তি দিন। ’
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে রেলসহ সড়ক সেতুর দাবিতে পদযাত্রা উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেছেন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী সমাবেশে বলেন, চট্টগ্রামের প্রতি সরকার বিমাতাসুলভ আচরণ করছে, কালুরঘাটে মরণযন্ত্রণা শুরু হয়েছে কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ব্রিজের মাঝখানে কোনো যান বিকল হলে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
সিপিবি নেতৃবৃন্দরা বলেন, কালুরঘাটে সেতু নির্মাণ নিয়ে গত ১১ বছর ধরে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ একের পর এক কথা ফুলঝুঁড়ি ফুটিয়েছেন। এখন তিনি বলছেন ডিসেম্বর মাসে পদত্যাগ করবেন। এতো বছর কি করেছেন আপনি (সাংসদ)। ডিসেম্বরের দরকার কি, এখনই পদত্যাগ করেন। সংসদ আপনাদের, দেশ আপনাদের তবে কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে গড়িমসি কেন?’
বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কালুরঘাটে শুধুমাত্র রেল সেতু করা হবে, এই সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। একটি মাত্র উপজেলার জন্য যদি সেতু করা সম্ভব না হয়, এতোদিন চীন-কোরিয়া সেতু করে দেবে বলে জনগণের প্রাণের দাবি নিয়ে উপহাস করেছেন কেন ? তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলুন।’
বক্তব্যে আরো বলেন, ‘সেতু যদি করতে না পারেন তবে কালুরঘাট সেতুর ইজারা দেওয়া বন্ধ করে দেন। বৃট্রিশ আমলের সেতু রেখে আপনারা উন্নয়নের জোয়ারে ভাসছেন আর ভাবছেন মানুষ কিছুই বোঝে না। গরীবের টাকা আপনারা উন্নয়নের নামে লুটপাট করবেন, মন চাইলে কোটিপতির কোটি কোটি টাকার ঋণ মওকুফ করে দেবেন- তা হবে না।’
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here