নিজস্ব প্রতিবেদক :
মানবিক মূল্যবোধ সম্পন্ন সু-নাগরিক গড়ে তোলা এবং নৈতিকতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত এ বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭১ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া, বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডেপুটি জোনাল ম্যানেজার রফিকুল আজাদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের, পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মৃদুল বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক উজ্জ্বল মুৎসদ্দি, পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. অধীর বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজুসহ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here