নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ।  রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে শ্রদ্ধা জানাতে ছুটে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সূর্যোদয়ের পর থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে উপজেলা শহীদ মিনার চত্বরে। ফুল দিয়ে শিশু-কিশোররাও ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। দুপুর গড়াতেই ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।
সকাল ১১টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক মো.সেকান্দর আলম বাবর, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি সহ-সম্পাদক পূজন সেন, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর চৌধুরী রানা, সদস্য এমএস কাজী এমরান কাদের ও মো.হোসাইন মাহমুদ।
জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেছেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদ ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব মিয়া, সহ-সভাপতি নিরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মিহির বিশ্বাস, মো.আবু তাহের, মিলন কৈবর্ত, অধীর দে, শাহ আলম, মো.আলী, মোস্তফা মেম্বার, সমীর চক্রবর্তী, শাহ আলম প্রমুখ।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বোয়ালখালী শাখার উদ্যোগে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের এয়াকুব মিয়া, এসএম সেকান্দর সওদাগর, শ্যামল বিশ্বাস, গোলাম মোস্তফা, কাজী তমিজ উদ্দিন, ইফতেখার উদ্দিন, সাজু বেগম, বশির আহমদ, আবদুল বারেক, রাশেদুল ইসলাম ও মো.শফি।
বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ মহান শহীদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি রুবেল শীল, মিহির বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ্তি মল্লিক, নির্বাহী সদস্য সুদর্শন শীল, রুমা নাথ, নিরঞ্জন চক্রবর্তী, মিলন কৈবর্ত, পৌর শাখার সভাপতি শ্রীবাস বিশ্বাস, সদস্য হারাধনের চক্রবর্তী, শাকপুরা ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, আমুচিয়া ইউনিয়ন শাখার মহিলা বিষয়ক সম্পাদক বাবলী ঘোষ গোলাপী, সারোয়াতলী সাধারণ সম্পাদক লিটন শীল, কধুরখীল শাখার উপদেষ্টা দিলীপ দেওয়ানজী, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি দুলাল বিশ্বাস।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here