নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অভিযান চালিয়ে ১মণ জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য বিক্রি করায় আল মদিনা ফিস এন্ড পল্ট্রি ফিডকে নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সদরের মাছ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, উপজেলা সদরের মাছের বাজারে চিংড়িতে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করছিলো। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যায়, পরে প্রায় ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ও অন্যান্য মাছ জব্দ করে বাজার কমিটির সভাপতির নিকট জিম্মায় সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে। মাছ বিক্রেতা সোহেল এর বিরুদ্ধে মৎস্য বিভাগ কর্তৃক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া উপজেলার জোটপুকুরপাড় এলাকায় লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য বিক্রয়ের অপরাধে হাশেম মার্কেট এর আল মদিনা ফিস এন্ড পল্ট্রি ফিডকে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতকে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার ও বোয়ালখালী থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here