আলোকিত প্রতিবেদক : করোনাকালীন মৃতব্যক্তি ও রোগীদের পরিবহন সেবার লক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার উদ্দ্যোগে ফ্রি এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ব্যারিষ্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালীর স্বেচ্ছাসেবকদের হাতে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

গাউসিয়া কমিটি বোয়ালখালী সভাপতি মো. নুরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে ও মো. জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার,বোয়ালখালী অফিসার ইনর্চাজ আব্দুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানী, যুগ্ন সম্পাদক শেখ মোহাম্মদ ব্যারিষ্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলাম বাবুল, ইকবাল জামিল জুয়েল, গাউসিয়া কমিটি বাংলাদেশ সালাউদ্দীন, বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি সৈয়দুল আলম, এসএম জসিম চেয়ারম্যান, বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, জাসদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল হক, এমএম মমতাজুল ইসলাম, মো. আলম খান চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, এসএম ফজলুল কবির, আবু সালেহ মো. সাইফুল্লাহ, সৈয়দ মুহাম্মদ ফকরুউদ্দীন, কাজী এমএ জলিল, মাওলানা নজরুল ইসলাম, ইসকান্দর আলম দিদার, মো. সৈয়দ, মামুন উদ্দীন মেম্বার, ওসমান গণি, শাহাদাত আলী, বেলাল, নাজিম, শেখ শরফুদ্দীন, দিদারুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, করোনায় যখন মানুষ মারা যাচ্ছে, ভয়ে মানুষ পাশে যাচ্ছে না! তখন র্সবপ্রথম গাউসিয়া কমিটি বাংলাদেশ লাশ দাফন-কাফন ও সৎকারে এগিয়ে এসেছে। এখন ৪ টা এম্বুলেন্স ও শতাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে ২৪ ঘন্টা মানুষের পাশে থেকে মানবতার কাজ করে যাচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here