ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে গতকাল।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষ রাজধানীর ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

বরাবরের মত বোয়ালখালীতে এবারও স্ব-স্ব ঈদগাহ জামাতে শরিক হতে মুসল্লিদের আগ্রহের কমতি ছিলো না। তাই ভোরের আলো ফোটার পর থেকেই বোয়ালখালীতে নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে। উদ্দেশ্য ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা।

নতুন জামা কাপড়ে মেখে আসা সুগন্ধি পবিত্রতা ছড়িয়ে দেয় সকালের বাতাসে। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য কতৃপক্ষের যাবতীয় ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি না থাকায় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় বিস্তৃত হয় ঈদগাহের জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কেরাবানীর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরেন স্ব-স্ব মসজিদের খতিবগণ।

কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বন্দি হয়ে সবাই একত্রে ৬ তাকবীরে ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here