দেবাশীষ বড়ুয়া রাজু:

বোয়ালখালীতে ৪শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জ্যৈষ্ঠপুরা শৈলেন্দ্র-রানুপ্রভা ফাউন্ডেশন।

১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে এ সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে ফাউন্ডেশনটি।

জ্যৈষ্ঠপুরার প্রয়াত শৈলেন্দ্র বড়ুয়ার বাস ভবনে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক শ্রীমৎ বনশ্রী মহাথের। এ সময় তিনি বলেন, শৈলেন্দ্র-রানুপ্রভা ফাউন্ডেশন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, এর অগ্রযাত্রা শুভ হোক।

এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালীশাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথের। এতে প্রদীপ বড়ুয়া সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণতোষ বড়ুয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পরিচালনা পরিষদের সদস্য স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সুজন বড়ুয়া বাবু, মোহাম্মদ মনসুর, প্রণয় বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, নজরুল ইসলাম, বরুণ বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, সাধন বড়ুয়া, বসুতোষ বড়ুয়া, ফাউন্ডেশনের উদ্যোক্তা নিশুতোষ বড়ুয়া ও ঝুমা বড়ুয়া।

এর আগে শৈলেন্দ্র বড়ুয়া ও রানুপ্রভা বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় অষ্ট পরিস্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here