একুশে পদকে ভূষিত হওয়ায় সন্দীপনা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া তাঁর প্রজ্ঞা ও প্রেরণার দ্বার অবারিত রাখবেন প্রজন্মের জন্য

সন্দীপনার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জাতীয়ভাবেএকুশে পদকে ভূষিত ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া’রসংবর্ধনা অনুষ্ঠান ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় নগরীর আগ্রাবাদ এলাইট মোটরস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সন্দীপনার উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক বেলায়েত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জাপানের অনারারি কনসুলারবীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, খ্যাতিমান বস্ত্র নক্শা শিল্পী রওশন আরা চৌধুরী, রাজনীতিবিদ সুযশময় চৌধুরী, ফাদার জোসেফ জীবন গোমেজ, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সাংস্কৃতিক বিশ্লেষক দেবব্রত দে দেবু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সংগঠক হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা বাদশাহ্ মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদল মালী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নাট্যজন শেখ শওকত ইকবাল, সংগঠক তাজুল ইসলাম রাজু, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক মুকুল শিকদার, সাংবাদিক হারুনুর রশিদ, আইটি এক্সপার্ট মো: রাকিব, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, শিল্পী এম এ হাসেম, শিল্পী স্বপন কুমার দাশ, রাজনীতিক সিদ্দিকুল ইসলাম, চলচিত্রশিল্পী হুজুতুল্লাহ হিমু, সংগঠক নিবেদিতা আচার্য, প্রকৌশলী সঞ্চয় দাশ, সংগঠক সজল দাশ, নাট্যশিল্পী মোহাম্মদ জাবেদ, কবিয়াল আব্দুল লতিফ, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল শ্যামল দাশ, ভাষ্কর পীযুষ সরকার, অধ্যাপক সঞ্চয়ন বড়–য়া, সংগঠক মোশারফ হোসেন খান রুনু প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- শিল্পী মুসলিমআলী জনি, শিল্পী বাচিক শিল্পী মেজবাহ্ চৌধুরী, শিল্পী উজ্জ্বল সিংহ, শিল্পী বাসুদেব রুদ্র, শিল্পী বৃষ্টি দাশ, ডা: শিল্পী শিউলী চৌধুরী, শিল্পী সমীরচন্দ্র সেন, সৌমেন আচার্য, মো: আজগর আলী, পলাশ কুমার রায়, তন্ময় পালপ্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here