১. আগামী ৮ ই জুন imperial hospital covid test শুরু করবে।
Contact person dr.faisal- 01993844473
Rate-3500 taka

মধ্য জুন হতে ইম্পেরিয়াল এর কোভিড ইউনিট কাজ শুরু করবে। এতে ২৮ টা অক্সিজেনসহ ৪ টা আইসিইউ বেড থাকবে।

২. শেভরন হালিশহর বড়পোল শাখায় ১৭ তারিখ থেকে Covit test শুরু করবে।
Rate – ৩৫০০ taka
Contact person- mr.pullok barua- 01711795360

৩. খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতাল ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে কাজ শুরু করেছে। তবে এই হাসপাতাল কোন রোগী সরাসরি এডমিশন নিবে না। এই হাসপাতাল কাজ করবে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ইউনিট ২ হিসেবে। কিছুটা কম জটিল রোগীদের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল হতে এখানে শিফট করা হবে৷

এখানে ৮০ বেডের আইসোলেশন ওয়ার্ড থাকলেও ৬৩ টি এই মুহূর্তে প্রস্তুত হয়েছে। ১০ বেডের ICU এরেঞ্জমেন্ট থাকলেও এখনো চালু হয়নি, আরো ২-৩ দিন সময় লাগতে পারে৷

Contact person- Dr.monowar-01754891239

৪. ইউএসটিসি হাসপাতাল শুধু পুলিশ সদস্যদের জন্য করোনা হাসপাতাল হিসেবে কাজ করবে৷
পার্কভিউ হাসপাতালকে তালিকাভুক্ত করলেও তারা এখনো প্রস্তুত হয়নি।

৫. চট্টগ্রাম চেম্বারের অর্থায়নে নগরের বিভিন্ন পয়েন্টে নমুনা সংগ্রহে চারটি বুথ বসানো হবে বলে জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রাথমিকভাবে চসিক ছয়টি এবং পরে আরও ছয়টি বুথ বসানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে ব্র্যাক।

চসিক থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরের কর্নেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিআইডিতে, প্রেসক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজের বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বুথ চালু রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here