‘গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো: দেশ বাঁচাও’ স্লোগানে দেশের ৮টি বিভাগে ‘দেশ রক্ষা অভিযাত্রা’ কর্মসূচি শুরু করেছে সিপিবি। এর অংশ হিসেবে প্রথম জনসভা হয়েছে চট্টগ্রামে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের লালদিঘী মাঠে এ বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ আজ দুইভাগে বিভক্ত। একদিকে এক শতাংশ লুটেরা ধনী, আরেকদিকে ৯৯ শতাংশ শ্রমিক-কৃষক, মেহনতী মানুষ। আমাদের সংগ্রাম হচ্ছে- ৯৯ শতাংশ মানুষকে দেশের ৯৯ শতাংশ সম্পদের অধিকার ফিরিয়ে দেওয়ার। এক শতাংশ মানুষ ৯৯ শতাংশ মানুষের সম্পদ লুটেপুটে খাবে- এটা মেনে নেব না।

তিনি বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পার করতে চলেছি। এ ৫০ বছরে আমরা আওয়ামী লীগ-বিএনপি-সামরিক শাসন দেখেছি। এদের হাতে মুক্তিযুদ্ধের অর্জন নিরাপদ নয়। এদের হাতে গরীব-মেহনতি মানুষের মুক্তি আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। কিন্তু সেই দল এখন বিশ্বাসঘাতকদের নেতৃত্ব দেওয়ার দলে পরিণত হয়েছে।

মানুষকে ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম বলেন, ‘আপনারা জেগে উঠুন। অমুক আপা, তমুক ভাইয়ের দিকে না তাকিয়ে নিজেদের মুক্তির সংগ্রাম নিজেরাই শুরু করুন। হাসিনা আপা-খালেদা আপা আপনাদের মুক্তি এনে দেবে না। এসব কথা আমরা অতীতেও বলেছি, বারবার বলছি। এখন আমরা আর শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকব না।

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহআলম বলেন, ৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি। জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি। আমরা এখন আওয়ামী লীগ-বিএনপির বাইরে বিকল্প শক্তি গড়ার সংগ্রামে নেমেছি। জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তি গড়ার সংগ্রামে নেমেছি। আমরা জানি এই পথে সংগ্রাম কঠিন তবে অনিবার্য।

সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী ও আবদুল্লাহ আল কাফী রতন, কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ, রাঙামাটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শঙ্কর, লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক সুদেব শর্মা, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ কর, চাঁদপুরের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, ফেনীর সাধারণ সম্পাদক মহিবুল হক রাসেল, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সভাপতি সাজেদুল ইসলাম এবং নোয়াখালী জেলার সভাপতি শহীদ উদ্দিন বাবুল।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীদের জাতীয় ও গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জনসভা। মঞ্চে সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, অমৃত বড়ুয়া, নুরুচ্ছাফা ভূঁইয়া, ফরিদুল ইসলামসহ কমিটির সদস্যরা ছিলেন।

জনসভা শেষে লালদিঘী থেকে মিছিল নিয়ে সিপিবির নেতাকর্মীরা কোতোয়ালী মোড়, নিউমার্কেট হয়ে স্টেশন রোড পর্যন্ত যান।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here