চট্টগ্রামে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বজল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ৯টায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাহাড়তলী সরাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

বিআইটিআইডি সূত্রে জানা যায়, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা বিআইটিআইডি হাসাপাতালে ভর্তি করান।
গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী জানান, শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার রোগীটি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আজ শুক্রবার সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে।

এপর্যন্ত  চট্টগ্রামে ৩৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছেন। বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ২৮ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here