করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে সব ননগভর্নমেন্ট অরগানাইজেশনের (এনজিও) কার্যক্রম সীমিত করার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

দাফতরিক কাজের বাইরে জনসম্পৃক্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে এনজিওগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন।

তিনি বলেন, এনজিওগুলো বাড়ি বাড়ি গিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক, কর্মশালাসহ নানা আয়োজন করে থাকে। এর মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে।

মো. কামাল হোসেন বলেন, চট্টগ্রামের প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ এলাকার এনজিওগুলোর জনসম্পৃক্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা দিয়েছি আমরা। এনজিওগুলো তাদের নিজস্ব দাফতরিক কাজের বাইরে আপাতত অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here