নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)’র র্যালী অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  সকালে বোয়ালখালীর খিতাপচরের শাহ মাবুদিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বোয়ালখালীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দরবারে এসে শেষ হয়।

এতে ছদারত করেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত মুফতি আবদুর রহীম আলকাদেরী (ম.)।

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, শাহ মাবুদিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা  আবদুল করিম আলকাদেরী,  মাওলানা ফরিদ উদ্দীন আলকাদেরী,  মাওলানা ছৈয়দুল হক আনছারী, মাওলানা আবদুল কদ্দুস আলকাদেরী,  মাওলানা আবদুল নবী আলকাদেরী,  মাওলানা নুরুল ইসলাম রহিমী,  মাওলানা আবদুল জব্বার আলকাদেরী,  মাওলানা নজির আহম্মদ,  মাওলানা এহছান কাদেরী, মাওলানা মাহাবুবুল আলম আলকাদেরী,  মাওলানা ইছমাঈল কাদেরী, মাওলানা মনজুর, মাছুমুল কালাম,  মাওলানা গোলাম হোসেন, মাওলানা শফিউল আলম প্রমূখ।

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) র্যালী শেষে আলোচনা সবাই বক্তারা বলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবী (দ.) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। সামগ্রিক সমূহ বিপদ থেকে মুক্তি পেতে সর্বত্র প্রিয় নবীর জীবনী চর্চা ও আলোচনা সময়ের দাবী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here