করোনায় বাংলাদেশে বাড়ছে চিকিৎসকের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
করোনার বিরুদ্ধে লড়াকু বীর ডা. মইনুদ্দিনের মৃত্যুর ২৪ ঘন্টা না যেতেই মারা গেলেন আরেক চিকিৎসক জ্যোতি জয়ন্ত চক্রবর্ত্তী। তিনি করোনার বিরুদ্ধে চিকিৎসার ঝান্ডা তুলেছিলেন। বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কিন্তু অব্যবস্থাপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয় তার জীবনও বাঁচাতে পারল না।

 অকালেই নিভে গেল জ্যোতি জয়ন্তর জীবন জ্যোতি। অত্যন্ত মেধাবী ও সজ্জন লোকসেবী ছিলেন তিনি। নিজ উদ্যোগেই মানুষের জীবনরক্ষায় শপথ নিয়ে করোনা লড়াইয়ের প্রশিক্ষণ নেন তিনি। শেষ পর্যন্ত এই মহান চিকিৎসককে প্রাণ প্রদীপের বিনিময়ে হার মানতে হল।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহের শিক্ষক মোশাররফ হোসেন ১৫ এপ্রিল বুধবার রাতে জানান, আনন্দ মোহন কলেজ চিকিৎসা কেন্দ্রে কর্মরত তরুণ চিকিৎসক ডা: জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেছেন। আমরা শুধু একজন তরুণ চিকিৎসককে হারাইনি, হারিয়েছি Covid-19 এর বিরুদ্ধে লড়াকু একজন সৈনিককে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here