অনলাইন ডেস্ক : আজ পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা দিনটি ইবাদত বন্দেগি ও জিকির আজকারের মাধ্যমে পালন করেন। এ দিন জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

দিনটি মুসলিম বিশ্বে মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দেস’ বা মসজিদুল আল-আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ১৯৬৮ সালে ইসরাইলি আগ্রাসনে মুসলিমদের হাত ছাড়া হয় বায়তুল মুকাদ্দেস।

হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এ দিনে জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া মোনাজাত করেন।

প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here