হয়রত শাহসুফি মৌলানা এম.কে. ঈছা আহমেদ নকশবন্দি(রা.) এর ১৮তম বার্ষিক ওরশ শরীফ আজ বুধবার (২৭ নভেম্বর) বোয়ালখালী উপজেলা সদরের বহদ্দারপাড়া ঈছা মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।
এদিন সকাল ৮টায় খতমে কোরআন, সন্ধ্যা ৬টায় মিলাদ ও জিকির মাহফিল, রাত সাড়ে ৭টায় সেমিনার, রাত ৯টায় তবারুক বিতরণ, রাত সাড়ে ৯টায় আধ্যাত্মিক মাহফিলে সঙ্গীত পরিবেশন করবেন বেতার ও টেলিভিশন শিল্পীবৃন্দ।
দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ সম্পাদক আফাজুুর রহমান জাতিধর্ম নির্বিশেষে সকলকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন।