প্রতিনিধি:
বোয়ালখালীতে ৩৬ টি ফুটবল টিমের অংশ গ্রহণে মাঠে গড়ালো বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট। গোমদন্ডী একাদশ ক্লাবের উদ্যেগে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
উদ্বোধন করেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেন চৌধুরী আবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসাইন,অধ্যক্ষ সমীর কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান সামশুল আলম।
গোমদণ্ডী একাদশ ক্লাব আয়োজিত এ টুর্ণামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে জানান টুর্ণামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. সেলিম উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করবেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজিত এ টুর্ণামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, পিংকু কর, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী, মো. ইউনুছ, মো. বাহাদুর শাহ, মো. লোকমান হোসেন, নাজিম উদ্দিন ও ফারুক ইসলাম মানিক।